ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এপ্রিলে থেকে ফের কার্যকর হচ্ছে ‘জেড’ ক্যাটাগরির নির্দেশনা

২০২৩ নভেম্বর ২৫ ২০:১৮:২৫
এপ্রিলে থেকে ফের কার্যকর হচ্ছে ‘জেড’ ক্যাটাগরির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে না পারে তাহলে ‘জেড’ ক্যাটাগরিতে চলে যায়।

কিন্তু করোনা মহামারির সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে এই নির্দেশনাটি স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেই সময়ে ‘জেড’ ক্যাটাগরির বিষয়ে বিএসইসি নতুন নির্দেশনা করে একটি নির্দেশনা জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, পরপর ২ বছর যদি কোনো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করতে না পারে, তারপর ওই কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাবে না। ওই কোম্পানির শেয়ার আগের ক্যাটাগরিতেই লেনদেন হবে।

করোনা মহামারির সময়ে জারিকৃত ওই নির্দেশনা শেষ হচ্ছে আগামী এপ্রিলে। যে কারণে আগামী এপ্রিল থেকে কোনো কোম্পানি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।

এই বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা শেয়ারনিউজকে বলেন, করোনা মহামারির মন্দায় বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য আগের নির্দেশনাটি স্থগিত করে নতুন নির্দেশনাটি জারি কর হয়েছিল। যা এখনও বলবত আছে।

তিনি জানান, ২০২৪ সালের এপ্রিল থেকে ওই নির্দেশনার কার্যকারিতা শেষ হয়ে যাবে। ফলে এপ্রিল থেকে আগের নির্দেশনাটি কার্যকর হবে।

তবে বিএসইসি যদি এপ্রিলের আগে এই বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই মোতবেক ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের অবস্থান নির্ধারিত হবে।

শেয়ারনিউজ, ২৫ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে