ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

১১ জেলায় ঘূর্ণিঝড় 'মিধিলি'র আঘাতের শঙ্কা

২০২৩ নভেম্বর ১৬ ২০:৫৮:৫৮
১১ জেলায় ঘূর্ণিঝড় 'মিধিলি'র আঘাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেয়া হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।

ঘূর্ণিঝড় ‘মিধিলি’দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। জেলাগুলো হলো- বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম ও বাগেরহাট।

বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি আজ শুক্রবার দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে