ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

২০২৩ নভেম্বর ১৬ ১৮:১২:৪৯
রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ।

উল্লেখ্য, বিএনপির অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। পঞ্চম দফায় দলটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে