ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

কবে বাজার নিয়ন্ত্রণে আসবে, জানালেন পরিকল্পনামন্ত্রী

২০২৩ নভেম্বর ১০ ১৮:২৫:৩৫
কবে বাজার নিয়ন্ত্রণে আসবে, জানালেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে৷ কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে৷ ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া কমদামে চাল বিক্রি করা হচ্ছে৷ এক কোটি কার্ড সারা দেশে সরকার নির্ধারণ করে দিয়েছে৷ আশা করছি অগ্রহায়ণ মাসের পরেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই৷ আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি৷ প্রধানমন্ত্রীও উৎফুল্ল। কোথাও কোনো চাপবোধ নেই। আমিও তো আমার গ্রামে প্রত্যেক সপ্তাহে আসছি। চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোনো কারণ নেই সময় মতোই সবকিছু হবে৷’

এ সময় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আইন আছে, আইন মানলেই সুষ্ঠু হবে৷ সরকারকে শুধু আইন মানলে হবে না। সব রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরও আইনের আওতায় আসতে হবে। তারা যদি আইন মানে তাহলে তো সমস্যা নাই। একটি গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিয়েছে৷ তারা মানুষের জানমালের ক্ষতি করছে৷ যারা বাস, ট্রাক ভাঙার নেতৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে, সংসদে গেলে আরও খবর আছে৷

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে