ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন সিনেমায় আরিফিন শুভ

২০২৩ নভেম্বর ১০ ১৬:৪৯:৪৮
নতুন সিনেমায় আরিফিন শুভ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ নতুন সিনেমার খবর জানিয়েছেন। ‘নীলচক্র’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। খুব শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

অভিনেতা নিজেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন। যদিও ছবির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক। শুধু জানিয়েছেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’

এরই মধ্যে ছবিটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই চলচ্চিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে