ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাজউকের অনুমোদন নেই বেসরকারি সাত আবাসন প্রকল্পের

২০২৩ নভেম্বর ১০ ১৫:২১:১৯
রাজউকের অনুমোদন নেই বেসরকারি সাত আবাসন প্রকল্পের

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার পূর্বপাশে স্থাপিত একডজনের অধিক বেসরকারি আবাসন প্রকল্পের অনুমোদন থাকা না থাকার বিষয়ে গত মঙ্গলবার আপিল বিভাগে প্রতিবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রতিবেদনে দেখা যায়, কয়েকটি আবাসন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন রয়েছে এবং কিছু প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের কাজ চলছে। আবার অনেক প্রকল্পেরই কোনো অনুমোদন নেই।

রাজউকের অনুমোদন নেই এমন ৭টি বেসরকারি আবাসন প্রকল্প হলো– পূর্বাচল হাউজিং প্রজেক্ট, জুডিশিয়াল অফিসার্স হাউজিং সোসাইটি, সিভিল এভিয়েশন রেসিডেন্সিয়াল জোন, যমুনা বিল্ডার্স, নাসা গ্রুপ, পিংকসিটি ও হজক্যাম্প।

মঙ্গলবার (০৭ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত দিকে হজক্যাম্প-সংলগ্ন দক্ষিণখান থানার আশকোনা ও কাওলা এলাকায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প নিয়ে মামলার শুনানিকালে আপিল বিভাগে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এদিকে, আশিয়ান সিটি প্রকল্পকে বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারী ৮ প্রতিষ্ঠানের করা আপিলের ওপর সব পক্ষের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। আগামী ২২ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০১৪ সালে হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় পুনর্বিবেচনার আবেদন করে আশিয়ান সিটি প্রকল্প কর্তৃপক্ষ। ২০১৬ সালে আদালত রিভিউ আবেদন মঞ্জুর করে রায় দেন। নতুন এ রায়ে ২০১৪ সালে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রিটকারী আট প্রতিষ্ঠান। এই আপিলের পক্ষে শুনানি হয়।

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে