ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তা

২০২৩ নভেম্বর ০৭ ১৯:৪৫:৪১
পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তাকে পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ৬ নভেম্বর পদোন্নতি সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠিতে উল্লেখ করা সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে থাকা কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগ দেওয়ার পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে