ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রেসিডেন্ড বাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ ডিবি হেফাজতে

২০২৩ অক্টোবর ২৯ ১৮:০০:৫৯
প্রেসিডেন্ড বাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরাফিকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ মিয়া আরাফিকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

গতকাল পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের ঘিরে থাকা ওই ব্যক্তি ইংরেজিতে কথা বলছিলেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে তিনি বলছিলেন, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটির সদস্য। আমাদের খুব ভালো সম্পর্ক… জো বাইডেনের সঙ্গে আমার দিনে ১০ থেকে ১৫ বার মেসেজ আদান-প্রদান হয়।

জানা গেছে, তিনি একজন বাংলাদেশি আমেরিকান। মিঞা জাহিদুল ইসলাম আরেফী। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

এ বিষয়ে শনিবার বিবৃতি দেয় মার্কিন দূতাবাস। মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে