ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

আমি তো সংসদে বলে দিয়েছি, নির্বাচন করব না : শামীম ওসমান

২০২৩ অক্টোবর ২৭ ০৮:২৭:৪৫
আমি তো সংসদে বলে দিয়েছি, নির্বাচন করব না : শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে বন্দরের সমরক্ষেত্র মাঠে বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে চাইবেন সে-ই নির্বাচন করবে।

তিনি বলেন, ‘আমাদের অভিভাবক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিদ্ধান্ত নেবেন কে নির্বাচন করবে আর কে করবে না। আমি তো সংসদে আগেই বলে দিয়েছি নির্বাচন করব না। আমি কখনও নমিনেশন পেপারই কিনি নাই। দল কিনেছে।’

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও একেএম সেলিম ওসমানের (শামীম ওসমানের বড় ভাই) গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান সাপোর্টার্স ফোরামের আয়োজিত গণসংবর্ধনায় শামীম ওসমান বলেন, ‘কিছু মানুষ এ দেশকে আবারও ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। আমি যখন এখানে বক্তব্য দিচ্ছি, তখন দেশের কোনো না কোনো স্থানে বসে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করে চলেছে। কোথাও না কোথাও সভা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারা আজকে ফের জেগে উঠেছে। কিন্তু আমরা লড়াই করব। শেষ পর্যন্ত আমরাই জিতব। আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।’

তিনি আরও বলেন, ’এ দেশে দুই ধরনের রাজনীতিবিদ আসে। একজন দিতে আসে আরেকজন খেতে আসে। আমার মনে হয় সেলিম ওসমান দিতে এসেছেন। আজকাল অনেকে আছেন এত খায় যে বাংলাদেশটা খেয়ে ফেলতে চায়। কিন্তু সেলিম ওসমান নিজের উপার্জিত টাকায় মানুষের জন্য কাজ করে চলেছেন।’

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বক্তৃতা করেন।

শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে