ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

চলে গেলেন সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী

২০২৩ অক্টোবর ২১ ১৯:১৮:০৩
চলে গেলেন সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী

নিজস্ব প্রতিবেদক : ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। খবর বাসস।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী।

এর আগে গত ৯ অক্টোবর ফখরুল ইসলাম ব্রেইন স্টোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সার্পোটে নেয়া হয়েছিল।

আজ দুপুর ১২টায় তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার বনকুটে প্রথম জানাজা এবং বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাজধানীর বানানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে