ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস

২০২৩ অক্টোবর ২১ ০৯:৫৯:১৮
সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশের কয়েকজন সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে তিনি মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যদের প্রতি সমর্থন জানান এবং একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ২৯ সেকেন্ডের একটি ছবির গল্প প্রকাশ করা হয়। সেখানে বার্তা হলো সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত হয়। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, নির্বাচিত নেতাদের জবাবদিহি করার একটি মাধ্যম; যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন জানানোর জন্য আমরা মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে গর্বিত।

জানা যায়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মার্কিন ভিসা-নীতি নিয়ে কথা হয়। দূতাবাসের ফটো-স্টোরি অনুযায়ী অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে