ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২০২৩ অক্টোবর ১৯ ১০:৩২:২৫
রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার হয়।

গণমাধ্যমকে এ খবর জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, গতকাল বুধবার (১৮ অক্টোবর) সকালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে, রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

শেয়ারনিউজ, ১৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে