ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘সৌদি গিয়ে পবিত্র হয়েছি, পুরুষরা আমায় ছোঁবেন না’

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১৭:০৩:৩১
‘সৌদি গিয়ে পবিত্র হয়েছি, পুরুষরা আমায় ছোঁবেন না’

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সৌদিতে ওমরাহ করতে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্র রাখি সাওয়ান্ত। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ভারতে ফেরেন তিনি। ফিরেই নতুন এক রাখিতে পরিণত হয়েছেন তিনি। পুরুষদের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি অভিনেত্রীর!

অভিনেত্রীকে হিজাবে তার পুরো শরীর ঢেকে রাখার জন্য বোরখা পরতে দেখা যায়। ফেরার পথে ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময় তিনি বলেন, 'আমি পবিত্র, আমি মক্কা-মদিনা সফর করেছি। পুরুষরা আমাকে স্পর্শ করে না। আমার কাছ থেকে দূরে থাকুন'.

রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন সেখানে। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।

এদিন রাখি মুম্বাই বিমানবন্দরে পা রাখার সাথে সাথেই তার কিছু ভক্ত তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তারা 'রাখি জি, রাখি জি' বলে ডাকতে থাকে। রাখী তাদের বলেন, রাখী নয়, ফাতিমা বলে ডাকো। পাপারাজ্জিরা তাকে গ্রহণ করে এবং তাকে ফাতিমা বলে ডাকে। এ সময় এক ব্যক্তি তাকে ফুলের মালা দিতে যান। এ সময় রাখি প্রথমে সরে আসেন, পরে ভক্তের হাত থেকে মালা নেন রাখি।

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে