ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নিজের বোনকেই বিয়ে করেছেন এই ৮ তারকা!

২০২৩ সেপ্টেম্বর ০১ ১৭:৫১:৪২
নিজের বোনকেই বিয়ে করেছেন এই ৮ তারকা!

বিনোদন ডেস্ক : পাশের দেশ পাকিস্তানে কাজিনদের বিয়ে করার রেওয়াজ আছে ব্যপারটা হয়তো অনেকেরই জানা। এমন কিছু ঘটনা ভারতীয় বিনোদন জগতেও দেখা গেছে। অনেকেই হয়তো জানেন না এই তালিকায় বেশ কয়েকজন বাঙালি সেলিব্রেটির নামও রয়েছে। আজকের প্রতিবেদনে সেই সব তারকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব।

এই তালিকার প্রথমেই রয়েছে বাবর খানে নাম, তিনি পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেতা। অভিনেতা তার প্রথম স্ত্রী সানা খানের মৃত্যুর পর তার তুতো বোন বিসমাকে বিয়ে করেন। বিসমা তখন নবম শ্রেণীতে পড়তেন। বর্তমানে তার এক পুত্র এবং কন্যা সন্তান রয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শায়েস্তা লোদী। পাকিস্তানের অপর এক খ্যাতনামা তারকার নাম হল শায়েস্তা লোদী। একটা সময় তিনি পাকিস্তানের টেলিভিশনের সঞ্চালিকা হিসেবে কাজ করতেন। প্রথমবার বিবাহবিচ্ছেদের পর তিনি তার তুতো ভাই আদনান লোধিকে বিয়ে করেন।

তৃতীয় স্থানে রয়েছেন আলি খান। আলি খানের জন্ম পাকিস্তানে হলেও তিনি একজন ভারতীয় অভিনেতা। শাহরুখের ডন ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কয়েক বছর আগে করাচিতে গিয়ে নিজের তুতো বোনকে বিয়ে করেছেন তিনি।

চতুর্থ স্থানে যে নামটি রয়েছে তিনি হলেন সনম মারভি। পাকিস্তানের এক জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী হলেন সনম মারভি। সনম তার তুতো ভাই হামিদ আলি খানকে বিয়ে করে সংসারী হয়েছেন। বর্তমানে তাদের ৩ টি সন্তান রয়েছে।

এরপরের স্থানে রয়েছে সামি খানের নাম। পাকিস্তানি বিনোদন দুনিয়ার অপর এক নামি তারকা হলেন সামি খান। প্রথম বিয়ে ভাঙার অল্প কয়েকদিনের মধ্যেই নিজের তুতো বোনকে বিয়ে করে নেন তিনি।

তারপর আসে নুসরাত ফতেহ আলি খানের নাম। এই কাওয়ালী গায়কের নাম জানেননা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তিনিও তার তুতো বোন নাহিদ নুসরাতকে বিয়ে করেছেন।

তালিকার সপ্তম স্থানে রয়েছে অতুলপ্রসাদ সেন। এটা কি জানতেন যে, সঙ্গীতশিল্পী অতুলপ্রসাদ সেনও তার মামাতো বোন হেমকুসুমকে বিয়ে করেছিলেন। ভারতীয় আইন এবং পরিবার কেউই তাদের এই বিয়েকে মান্যতা দেয়নি। যে কারণে বিয়ে হলেও তাদের সংসার করা আর হয়ে ওঠেনি।

এই তালিকার অষ্টম এবং শেষ স্থানের ব্যক্তিটি হলেন সত্যজিৎ রায়। শুনলে হয়তো চমকে যেতে পারেন যে, সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় আসলে ছিলেন পরিচালকের পিসতুতো দিদি। তিনি বয়সেও বড় ছিলেন।

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে