ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

নিষিদ্ধ হলো পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হাদসা’

২০২৩ আগস্ট ৩১ ১৭:২১:৩৬
নিষিদ্ধ হলো পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হাদসা’

বিনোদন ডেস্ক : পাকিস্তানি টিভি সিরিজ ‘হাদসা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সিরিজটি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) নিষিদ্ধ করেছিল। গতকাল বুধবার (৩০ আগস্ট) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

২১ আগস্ট থেকে জিও টেলিভিশনে চলছিল ‘হাদসা’। তাসকিন নামে এক নারীকে কেন্দ্র করে এগোয় এ ধারাবাহিকের গল্প।

নেটিজেনদের অভিযোগ, ধারাবাহিকের গল্পের সঙ্গে ২০২০ সালে পাকিস্তানে এক ফরাসি নারীকে ধর্ষণের ঘটনার মিল আছে। দেশটির সাংবাদিক ফারিহা এম ইদ্রিস সংবাদমাধ্যমে জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে তার কথা হয়েছে। ধারাবাহিকটি দেখে মানসিক আঘাত পেয়েছেন ভুক্তভোগী নারী। এমনকি নাটকে ঘটনাটি তুলে ধরার বিষয়ে সেই নারীর কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি।

নেটিজেনরা অভিযোগ করেছেন যে সিরিজের গল্পটি ২০২০ সালে পাকিস্তানে একজন ফরাসি মহিলার ধর্ষণের মতো। দেশটির সাংবাদিক ফারিহা এম ইদ্রিস মিডিয়াকে বলেছেন, তিনি ধর্ষণের শিকার মহিলার সাথে কথা বলেছেন। ভুক্তভোগী নারী সিরিজটি দেখে মানসিক আঘাত পেয়েলেন। এমনকি নাটকে ঘটনাটি চিত্রিত করার জন্য মহিলার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।

পেমরা অধ্যাদেশ, ২০০২-এর ধারা ২৭-এর অধীনে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি সিরিজটিকে নিষিদ্ধ করেছে। পেমরার মতে, ‘এই সিরিজের গল্পটি সঠিক নয়, এটি পাকিস্তানের বাস্তব চিত্র দেখায় না।’

অন্যদিকে এমন অভিযোগ অস্বীকার করেছেন ধারাবাহিকটির প্রযোজক ও পরিচালক ওজাহাত রউফ এবং অভিনেত্রী হাদিকা কিয়ানি। তাদের দাবি, এটি ওই ফরাসি নারীকে নিয়ে নির্মিত নয়।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে