ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

হজের আগে বড় সুখবর সৌদি সরকারের

২০২৬ জানুয়ারি ২৬ ১৭:১৬:৪৮
হজের আগে বড় সুখবর সৌদি সরকারের

নিজস্ব প্রতিবেদক : পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে মধ্যপ্রাচ্যের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। ‘মাসার বিআরটি’ নামের এই আধুনিক পরিবহন ব্যবস্থা ২০২৬ সালের হজ মৌসুমের আগেই পুরোপুরি কার্যকর করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মাসার বিআরটি প্রকল্পের আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে, যা হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে সংযুক্ত করেছে। এই রুটে চলাচলের জন্য নির্ধারিত আলাদা লেন থাকায় বাসগুলোকে সাধারণ যানজটে পড়তে হবে না। ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত মৌসুমেও যাত্রীদের যাতায়াত হবে দ্রুত ও নির্ভরযোগ্য।

বাস পরিচালনার দায়িত্বে রয়েছে ইলেক্ট্রোমিন নামের একটি প্রতিষ্ঠান। বহরে থাকা আধুনিক বৈদ্যুতিক বাসগুলোতে রয়েছে শক্তিশালী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই, মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং ‘নিলিং’ প্রযুক্তি—যার ফলে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীরা সহজেই বাসে ওঠানামা করতে পারবেন।

এ ছাড়া স্মার্ট পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় জানানো হবে। যাত্রীরা স্মার্টফোন অ্যাপ কিংবা টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সৌদি কর্মকর্তারা জানান, ডিজেলচালিত বাসের পরিবর্তে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিচালিত বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে প্রকল্পটির পুরো কার্যকালজুড়ে প্রায় ৩ কোটি ১৫ লাখ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষের আশা, মাসার বিআরটি চালুর মাধ্যমে মক্কায় তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং যানজট ও বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে