ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৬ ১৬:০৯:২০
মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (২৬ জানুয়ারি’২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। আজ সোমবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ছয় কোম্পানি। কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাহজীবাজার পাওয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ্এবং ওরিয়ন ইনফিউশন। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ২৬ টাকা ৬০ পয়সা থেকে ২৯ টাকা ২০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ৮.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৮৮ টাকা ৭০ পয়সা থেকে ৯৬ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজীবাজার পাওয়ারের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ৪৯ টাকা ২০ পয়সা থেকে ৫১ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

অন্য তিন কোম্পানির মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫১ লাখ ১৩ হাজার টাকা টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে