ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

বড় সুখবর দিলো সরকার

২০২৬ জানুয়ারি ২৬ ১১:৩৫:০৫
বড় সুখবর দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে প্রকাশিত গেজেটে এ অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করতে আত্মরক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, এই প্রতিরোধমূলক কার্যক্রম ও জনশৃঙ্খলা পুনর্বহালের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণঅভ্যুত্থানকারীদের সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন। সরকার এই প্রেক্ষাপটে অধ্যাদেশটি জারি করেছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল। এ পদক্ষেপের মাধ্যমে জুলাই যোদ্ধারা আইনি ঝুঁকি ছাড়াই তাদের ভূমিকা পালনের নিশ্চয়তা পাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে