ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে 

২০২৬ জানুয়ারি ২৬ ১০:৪৬:৩৩
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে 

নিজস্ব প্রতিবেদক : গণভোটে হ্যাঁ জয় হলে জুলাই সনদ কার্যকর হবে এবং সংবিধানে ব্যাপক সংস্কার হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালটে ভোটাররা চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে সনদ বাস্তবায়নের সমর্থন জানাবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হ্যাঁ ভোটের আহ্বান জানিয়ে বলেছেন, এটি দেশে বৈষম্য ও নিপীড়ন কমাবে এবং নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি করবে। সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত, যার মধ্যে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি আইন/নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য।

সংবিধানের মূল পরিবর্তনের মধ্যে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি, অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি, নাগরিকদের ‘বাংলাদেশি’ পরিচয়, মৌলিক অধিকার সম্প্রসারণ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুরক্ষা, রাষ্ট্রপতির ক্ষমতা সীমিতকরণ, প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি পদে না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন উল্লেখযোগ্য। এছাড়া বিচার ও কমিশন নিয়োগে স্বচ্ছতা ও বিরোধী দলীয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

গণভোটে হ্যাঁ জয় পেলে সংবিধান সংশোধনের কাজ ২৭০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। না জয় হলে জুলাই সনদ কার্যকর হবে না। এসব পরিবর্তন বাস্তবায়িত হলে দেশের শাসনব্যবস্থা, ন্যায়বিচার ও নাগরিক অধিকারগুলোতে গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্ভব হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে