ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Sharenews24

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি, জানালেন মাহদী আমীন

২০২৬ জানুয়ারি ২১ ১৫:৩৪:০৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি, জানালেন মাহদী আমীন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মাহদী আমীন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক এবং যেসব ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে।

তিনি জানান, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি টানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহদী আমীনের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানে করে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। কর্মসূচি শেষে গভীর রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন বলে জানান মাহদী আমীন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি সফরে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাহদী আমীন সব রাজনৈতিক দলের প্রতি সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমে ইতিবাচক ও গ্রহণযোগ্য প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন আচরণবিধি পুরোপুরি অনুসরণ করলেই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সম্ভব হবে এবং সম্মিলিত দায়িত্বশীলতার মাধ্যমে এ নির্বাচন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমীন সতর্ক করে বলেন, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, কিছু এলাকায় পোস্টাল ব্যালটের নামে সংগঠিতভাবে এ ধরনের তথ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত এবং লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বিএনপি নেতাদের ইতিবাচক রাজনৈতিক বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে এবং অপপ্রচারের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরতে বলা হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, দলটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে এবং জনগণের ভোটাধিকার যথাযথভাবে মূল্যায়িত হলে বিএনপি জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে