ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

আজ পবিত্র শবে মেরাজ

২০২৬ জানুয়ারি ১৬ ১১:৩২:৪৩
আজ পবিত্র শবে মেরাজ

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই অলৌকিক ও ঐতিহাসিক ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত।

এ রাতে মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, যা ইসলামের অন্যতম মৌলিক বিধান।

ইতিহাস ও বর্ণনা অনুযায়ী, এই বরকতময় রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, জান্নাতের বিভিন্ন নিদর্শন এবং ফেরেশতাদের অবস্থান পরিদর্শন করেন।

পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এ উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে