ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

এনসিপি ঢাকার ৬টিসহ যেসব আসনে নির্বাচন করবে

২০২৬ জানুয়ারি ১৬ ১১:১৪:৩০
এনসিপি ঢাকার ৬টিসহ যেসব আসনে নির্বাচন করবে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) ৩০ আসনে প্রার্থী দিবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, তাদের প্রার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলটির ঘোষিত ৩০টি আসনের মধ্যে রয়েছে—পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী),দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা), মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী), ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দেবিদ্বার), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১টি দল ‘এক বাক্সে’ ভোট দেওয়ার কৌশলে কাজ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে