ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান !

২০২৬ জানুয়ারি ০৩ ১১:০৩:৪১
বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান !

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নতুন বছর, সামনে জাতীয় নির্বাচন—এই বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের শোকপর্ব শেষ করে বিএনপি ধীরে ধীরে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে ফিরছে। এ অবস্থায় নেতৃত্বের প্রশ্নটি সামনে এসেছে।

তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করতে আগ্রহী। পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি তৃণমূল পর্যায়ের মতামত জানতে চান—এমন একটি সম্ভাবনার কথাও উঠে এসেছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর তারেক রহমান বিষয়টি এখনই কার্যকর না করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মায়ের মৃত্যুর পর সৃষ্ট রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে কিছুটা সময় নেওয়ার পক্ষে মত দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,“আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।”

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য বলেন,“স্থায়ী কমিটির নেতারা তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার পক্ষে। তবে তিনি নিজেই বিষয়টি আপাতত স্থগিত রাখতে বলেছেন। তিনি মায়ের শোকের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।”

আরেক সদস্য বলেন,“তারেক রহমান চেয়ারম্যান হওয়া স্থায়ী কমিটিতে অটো বিষয়। এর জন্য কাউন্সিলের প্রয়োজন নেই। গঠনতন্ত্রে কোনো বাধা নেই। জরুরি পরিস্থিতিতে স্থায়ী কমিটির রেজ্যুলেশনেই সিদ্ধান্ত নেওয়া যায়।”

দলীয় সূত্র বলছে, গঠনতন্ত্রে কোনো বিধিনিষেধ না থাকায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য রেজ্যুলেশনের মাধ্যমেই তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণার পক্ষে। তবে তারেক রহমান নিজে এখনো এ বিষয়ে স্পষ্ট সম্মতি দেননি।

বিএনপির পর্যবেক্ষক ও দায়িত্বশীল নেতারা মনে করছেন, তারেক রহমান তৃণমূলের সরাসরি মতামতের ভিত্তিতেই পূর্ণাঙ্গ চেয়ারম্যান হতে আগ্রহী।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ উপধারার ২ নম্বরে বলা হয়েছে—“চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন।”

একই উপধারার ৩ নম্বরে বলা আছে—“যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন।”

বেগম খালেদা জিয়া ১৯৮৩ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির নেতৃত্বে ছিলেন।

তারেক রহমান ১৯৮৮ সালে গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক হন, ২০০৫ সালে তৃণমূল সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী সংগঠন গড়ে তোলেন।২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হয়ে তিনি বিদেশে যান। ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দীর্ঘ ১৭ বছর পর তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন,“ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হবেন, তা দলীয় সিদ্ধান্তের পরই জানা যাবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে