ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

খালেদার মৃত্যুর পর ফাতেমার নতুন যাত্রা

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৪৭:২৪
খালেদার মৃত্যুর পর ফাতেমার নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দীর্ঘদিনের বিশ্বস্ত সহচরী ফাতেমা বেগম এখন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের আস্থার জায়গা ও ছায়াসঙ্গী হয়ে উঠেছেন।

ফাতেমা বেগম প্রায় দেড় দশক ধরে খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। গুলশানের ‘ফিরোজা’ বাসভবন থেকে রাজপথের আন্দোলন, কারাগারের নিঃসঙ্গ মুহূর্ত এবং বিদেশ সফরের গোপন করিডোর সবখানেই তিনি ছিলেন নিঃশব্দ সহযাত্রী। শুধু কাজের দায়িত্ব নয়, খালেদার শারীরিক দুর্বলতায় সাহায্য করা, সময়মতো বিষয় স্মরণ করানো এবং ওষুধ খাওয়ানো তার নীরব মানবিক দায়িত্ব ছিল।

ফাতেমার জীবনযাত্রা সহজ ছিল না। ভোলার কাচিয়া ইউনিয়নের কৃষক পরিবারের মেয়ে হিসেবে বেড়ে উঠলেও, স্বামী মৃত্যুর পর দুই সন্তান নিয়ে কঠিন সংগ্রামে ঢাকায় এসে ২০০৯ সালে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন। তার এই অনুগত সেবা ও নিষ্ঠা তাকে রাজনৈতিক উত্তাল সময়েও নেত্রীর বিশ্বস্ত ছায়াসঙ্গী বানিয়েছে।

২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলন থেকে ২০১৮ সালের কারাগার জীবন—সবসময় ফাতেমা ছিলেন খালেদার নিরব সহযাত্রী। করোনা মহামারীর সময় হাসপাতাল থেকে লন্ডনের চিকিৎসা সফর পর্যন্ত, তার সেবা রাজনৈতিক দায়িত্বের বাইরে নিঃস্বার্থ মানবিক বন্ধন ছিল।

এখন, দীর্ঘদিনের সেই সঙ্গী হারানোর পর ফাতেমা শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। তার জীবন ও দায়িত্ব এখন জড়িয়ে গেছে নতুন ভরসা জাইমা রহমানের সঙ্গে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে