ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স-খেলাটি দেখুন সরাসরি

২০২৬ জানুয়ারি ০২ ১৯:২৪:৫০
সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স-খেলাটি দেখুন সরাসরি

স্পোর্টস ডেস্ক: চায়ের নগরী সিলেটের সবুজ গালিচায় আজ বিপিএলের ১০ম ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই প্রতিপক্ষস্বাগতিক সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়েছে রংপুরের। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে রংপুর রাইডার্সের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

সিলেটের ঝোড়ো সূচনা ও ছন্দপতনব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলার পরিকল্পনা নিয়েছিল সিলেট টাইটান্স। তবে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর গতিময় আক্রমণের সামনে সেই পরিকল্পনা খুব একটা সফল হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান। পাওয়ার-প্লের শুরুতেই এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া স্বাগতিকরা এখন বেশ সতর্কতার সাথে ইনিংস মেরামতের চেষ্টা করছে।

লড়াই এখন রংপুরের বোলিং বনাম সিলেটের ব্যাটারদেরসিলেটের দর্শকদের গগনবিদারী উল্লাসের মধ্যে রংপুরের পেসার ও স্পিনাররা শুরু থেকেই দাপট দেখাচ্ছেন। অন্যদিকে, সিলেটের লক্ষ্য এখন বড় কোনো জুটি গড়ে মাঝের ওভারগুলোতে রানের চাকা সচল রাখা এবং একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো। রংপুরের বোলিং তোপ সামলে স্বাগতিকরা কতদূর যেতে পারে, তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গ্যালারিভর্তি ক্রিকেটপ্রেমীরা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

ম্যাচের পরবর্তী আপডেট ও স্কোরের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে