ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

জানা গেল ড. কামাল হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৩৪:০৪
জানা গেল ড. কামাল হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বরাতে এ তথ্য জানিয়েছে । তিনি জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

মিজানুর রহমান আরও বলেন, চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ সময় তিনি ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ড. কামাল হোসেন মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. কামাল হোসেন বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে