ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আদালতে হাজির হয়ে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন আখতার

২০২৫ ডিসেম্বর ২৮ ১৫:৩৯:৩৯
আদালতে হাজির হয়ে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন আখতার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের কয়েকজন নেতার পদত্যাগে এনসিপির ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, দলের ভেতরে যা কিছু ঘটছে, সবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থিত হয়ে দুটি মামলায় জামিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বিভিন্ন সংস্কার ও নীতিগত বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসনভিত্তিক সমঝোতার আলোচনা এখনো শেষ হয়নি।

এর আগে সকালে আখতার হোসেন আদালতে হাজির হন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক বলেন, শাহবাগ থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন আদেশ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে