ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসলামী ৫ ব্যাংকের শেয়ার বাতিল; পথে বসলেন সাধারণ বিনিয়োগকারীরা

২০২৫ ডিসেম্বর ২৪ ২৩:০০:১২
ইসলামী ৫ ব্যাংকের শেয়ার বাতিল; পথে বসলেন সাধারণ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের অস্তিত্ব বিলীন করে সেগুলোকে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এই প্রক্রিয়ায় ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন কমিয়ে ‘শূন্য’ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের কোনো মূল্য অবশিষ্ট নেই এবং তাঁরা কোনো ধরনের ক্ষতিপূরণও পাচ্ছেন না। ৫ নভেম্বর ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজোলিউশন বিভাগ এক আদেশে জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশ অনুযায়ী, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫-এর ক্ষমতা বলে এই পাঁচটি ব্যাংকের ইস্যুকৃত সব শেয়ার বাতিল করা হয়েছে। এর ফলে শেয়ারহোল্ডাররা তাঁদের মালিকানা স্বত্ব, ভোটাধিকার এবং ডিভিডেন্ড পাওয়ার অধিকার হারিয়েছেন। এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও রাখা হয়নি। উল্লেখ্য, এই পাঁচটি ব্যাংকের মোট পরিশোধিত মূলধন ছিল ৫ হাজার ৮২০ কোটি টাকা এবং শেয়ার সংখ্যা ছিল ৫৮২ কোটি। তালিকায় থাকা ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

পরিসংখ্যান অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ৬৫ শতাংশ শেয়ারই ছিল সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ছিল ৬৮ শতাংশের বেশি। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর অব্যবস্থাপনা বা ঋণ জালিয়াতিতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো ভূমিকা না থাকলেও, এই চরম দণ্ড তাঁদের ওপরই এসে পড়েছে। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এদিকে, পাঁচটি ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ২ ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত এই ব্যাংকের ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকা শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংগৃহীত হবে। মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান করে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন নিঃস্ব হয়ে গেলেও আমানতকারীদের সুরক্ষা দেওয়াই এই একীভূতকরণের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে