ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি'র সমঝোতা: কে পেল কোন আসন?

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:৫০:০৩
বিএনপি'র সমঝোতা: কে পেল কোন আসন?

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আরও ১০টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে প্রকাশ করা হয়।

মহাসচিব জানান, আন্দোলনের সহযোদ্ধাদের সম্মানে বিএনপি এই পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, যেসব আসনে শরিকদের ছাড় দেওয়া হয়েছে, সেখানে দলের কেউ যদি স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে লড়াই করে, তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যারা নিজ নিজ দলে আছেন, তারা তাদের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার বিএনপিতে যোগদান। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ দীর্ঘদিনের পথচলা ছিন্ন করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে দ্বিমত থাকা সত্ত্বেও রেদোয়ান আহমেদ এবং তাঁর দলের অধিকাংশ নেতা-কর্মী বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের পক্ষে রয়েছেন। রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন। তিনি আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।

বিএনপি যে ১০টি আসনে ছাড় দিয়েছে, সেগুলো হলো বগুড়া-২, ঢাকা-১২, পটুয়াখালী-৩, ব্রাহ্মণবাড়িয়া-৬, নড়াইল-২, পিরোজপুর-১, যশোর-৫, ঝিনাইদহ-৪, ঢাকা-১৩ ও কুমিল্লা-৭। এই আসনে প্রদত্ত প্রার্থী তালিকায় বিভিন্ন ছোট রাজনৈতিক দল এবং সদ্য যোগ দেওয়া নেতারা স্থান পেয়েছেন।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নড়াইল-২ আসনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি-কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ, ঝিনাইদহ-৪ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ঢাকা-১৩ আসনে সদ্য যোগ দেওয়া ববি হাজ্জাজ এবং কুমিল্লা-৭ আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেদোয়ান আহমেদ।

এর আগে গতকাল বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম ৪টি আসন পেয়েছে। বরাদ্দকৃত আসনগুলো হলো: নীলফামারী-১ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ থেকে মনির হোসেন কাসেমী, সিলেট-৫ থেকে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে জুনায়েদ আল হাবিব প্রার্থী হবেন।

এখন পর্যন্ত বিএনপি ২৭২টি আসনে নিজস্ব প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসনের মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন দেওয়া হয়েছে এবং আজ আরও ১০টি আসন মিত্রদের জন্য ছাড় দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৪টি আসন নিয়ে এখনও নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। মহাসচিবের ইঙ্গিত অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সমঝোতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

বিএনপির এই পদক্ষেপ নির্বাচনকে আরও শক্তিশালী ও সংহত করে তুলছে। নতুন যোগদানকারী নেতাদের অংশগ্রহণ এবং আসনে সমঝোতার মাধ্যমে দলটি নির্বাচনী মাঠে আরও গতিশীল হচ্ছে। একই সঙ্গে বিএনপি শরিকদের সম্মান রেখে নির্বাচন পরিচালনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দিচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে