ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ নিয়ে আবারও অবস্থান স্পষ্ট করল সরকার

২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:৩৬:০৬
আওয়ামী লীগ নিয়ে আবারও অবস্থান স্পষ্ট করল সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে। দলটির নিবন্ধন বাতিল থাকায় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই প্রশ্নে সরকারের অবস্থান একেবারেই দ্ব্যর্থহীন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে সংবিধান ও আইন অনুযায়ী দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের কোনো ভিন্ন অবস্থান নেই এবং ভবিষ্যতেও নেই বলে তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, এ ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল প্রমাণ বিশ্লেষণ করে ইতোমধ্যে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, মামলাটির বিচার দ্রুত বিচার আইনের আওতায় সম্পন্ন করা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গাপূজাসহ অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে সব নাগরিক নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বক্তব্য দেন প্রেস সচিব। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা যে সহযোগিতা চাচ্ছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে শফিকুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে আটক করা হয়েছে। অনেকের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে