ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্লে অফ নিশ্চিত সাকিবদের, শঙ্কায় তাসকিনরা

২০২৫ ডিসেম্বর ২৪ ১০:২৩:৫৪
প্লে অফ নিশ্চিত সাকিবদের, শঙ্কায় তাসকিনরা

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ২০২৫–২৬ মৌসুমে প্লে অফের লড়াই এখন জমে উঠেছে চরম উত্তেজনায়। লিগ পর্বের শেষ ভাগে এসে সমীকরণ যেমন জটিল হচ্ছে, তেমনি প্রতিটি ম্যাচই হয়ে উঠছে বাঁচা-মরার লড়াই। এই উত্তাপের মধ্যেই সবার আগে শেষ চারে জায়গা করে নেয় ডেজার্ট ভাইপার্স। এরপর গালফ জায়ান্টসকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে সাকিব আল হাসানের এমআই এমিরেটস।

গালফ জায়ান্টসের বিপক্ষে তুলনামূলক সহজ জয়ে ১২ পয়েন্টে পৌঁছে এমআই এমিরেটস। ১৩৫ রানের লক্ষ্য আধুনিক টি-টোয়েন্টিতে খুব বড় কিছু নয়—এমন স্কোরে এখন নিশ্চিত জয় বলে কিছু থাকে না। তবু সাকিবের দল অনায়াসেই কাজটি সেরে নেয়, যা প্লে অফের পথে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে ক্রিকেটের অনিশ্চয়তার বাস্তব উদাহরণ দেখা গেছে তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্সের ম্যাচে। ছোট লক্ষ্য তাড়া করেও শেষ বল পর্যন্ত যেতে হয়েছে তাদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেলেও প্লে অফের পথ এখনো কাঁটায় ভরা তাসকিনদের জন্য।

এই জয়ে শারজা ওয়ারিয়র্সের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। আট ম্যাচে তিন জয়ে তারা আছে টেবিলের ছয়ে। একই পয়েন্ট নিয়ে আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়ান্টসও রয়েছে প্রতিযোগিতায়। তবে নেট রানরেটের হিসাবে পিছিয়ে পড়েছে শারজা। তাদের রানরেট -০.৯১০, যেখানে গালফ জায়ান্টস ও আবুধাবির রানরেট তুলনামূলক ভালো।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্স ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা এমআই এমিরেটসের পয়েন্ট ১২। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা তিন দলের—গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স—পয়েন্ট সমান হলেও প্লে অফের দৌড়ে কার ভাগ্য খুলবে, তা নির্ধারিত হবে শেষ ম্যাচগুলোতে।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স। এই ম্যাচে জয় পেলে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করবে দুবাই। হারলে শারজার বিদায় প্রায় নিশ্চিত। জিতলেও তাসকিনদের সামনে থাকবে কঠিন সমীকরণ—পরের ম্যাচে ফর্মে থাকা ডেজার্ট ভাইপার্সকে হারাতেই হবে।

যদি শারজা ডেজার্টের কাছে হেরে যায়, তখন তাকিয়ে থাকতে হবে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে যেকোনো এক দল ৮ পয়েন্টে পৌঁছাবে, যা নেট রানরেটের লড়াইয়ে শারজাকে বড় বিপাকে ফেলতে পারে।

এদিকে গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তোলে তারা। সাকিব আল হাসান ২ ওভারে ১০ রান দিলেও উইকেট পাননি। জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে এমআই এমিরেটস—মাত্র ২ রানে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন ফিরেন।

সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিম। তৃতীয় উইকেটে ৮৯ বলে ১৪০ রানের অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ একপ্রকার শেষ করে দেন তারা। ওয়াসিম ৪২ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হন, পুরান অপরাজিত থাকেন ৪৯ বলে ৫৯ রানে। এই জুটির দাপটে সাকিবকে ব্যাটিংয়েই নামতে হয়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে