ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

একনেকে ৪৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:২০:৩২
একনেকে ৪৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ২২টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে। নতুন, সংশোধিত ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের অবদান ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা যাবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পের মধ্যে সড়ক ও সেতু খাতের ৩টি প্রকল্প রয়েছে। এগুলো হলো: কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন, হিলি-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণসহ সার্ভিস লেন নির্মাণ প্রকল্প।

গৃহায়ন ও গণপূর্ত খাতের ১টি প্রকল্পে নারায়ণগঞ্জে সরকারি কর্মকর্তাদের জন্য ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াসা প্রশিক্ষণ একাডেমি স্থাপন, সিলেটের জলাবদ্ধতা নিরসন, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

প্রতিরক্ষা খাতে ২টি প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১টি, সমাজকল্যাণে ১টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ৩টি এবং পানি সম্পদ খাতে ৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এছাড়া কৃষি ও ধর্ম খাতে দুটি প্রকল্পও অনুমোদিত হয়েছে।

একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা স্বতন্ত্র ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পেরও তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, নদীমাতৃক চরভূমির অভিযোজন উদ্যোগ, র‍্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, ফরিদপুর লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে