ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেঘনা পেট্রোলিয়ামের বড় আর্থিক অসঙ্গতি, নিরীক্ষকদের উদ্বেগ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:৪২:২৭
মেঘনা পেট্রোলিয়ামের বড় আর্থিক অসঙ্গতি, নিরীক্ষকদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে বড় অংকের অসঙ্গতির তথ্য উঠে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির ঘোষিত আয়ের সঙ্গে ভ্যাট রিটার্নে প্রদর্শিত আয়ের মধ্যে হাজার কোটি টাকার বেশি পার্থক্য রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআরের একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ মন্তব্য করেছে হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। নিরীক্ষক প্রতিষ্ঠানের এই মতামত সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে জমা দেওয়া হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, সমাপ্ত অর্থবছরে মেঘনা পেট্রোলিয়াম তাদের আর্থিক বিবরণীতে মোট আয় দেখিয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে ভ্যাট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া রিটার্ন অনুযায়ী একই সময়ে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে দুই হিসাবের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার অমিল পাওয়া গেছে।

আয়ের এই গরমিল ছাড়াও কোম্পানিটির স্থায়ী আমানত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নিরীক্ষক। প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনা পেট্রোলিয়াম বিভিন্ন ব্যাংকে মোট ১ হাজার ২৫৭ কোটি টাকা এফডিআর হিসেবে বিনিয়োগ করেছে, যার একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোতে আটকে রয়েছে।

নিরীক্ষকদের তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে ১৬৯ কোটি ১ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২১১ কোটি ৭৩ লাখ টাকা, পদ্মা ব্যাংকে ৭ কোটি ৫০ লাখ টাকা এবং ইউনিয়ন ব্যাংকে ১৫৯ কোটি ৪২ লাখ টাকা। এসব ব্যাংকের আর্থিক অবস্থান দুর্বল হওয়ায় বিনিয়োগ অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া এসব এফডিআরের বিপরীতে ৬১ কোটি ৩৩ লাখ টাকা সুদ আয় হিসাবভুক্ত না করায় কোম্পানিটির আর্থিক ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন নিরীক্ষকরা। বিনিয়োগ নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হলেও তারল্য সংকটের কারণে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে