ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৩ ১৭:২২:২৪
রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্পন্সর পরিচালকসহ সকল শ্রেণির শেয়ারহোল্ডারের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত এই ডিভিডেন্ড সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি সভায় উপস্থাপিত অন্যান্য সকল এজেন্ডাও কোনো আপত্তি ছাড়াই পাস হয়।

এজিএমে স্বাগত বক্তব্য দেন এবং সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এফসিএ। তিনি শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও ধারণা তুলে ধরেন। সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোম্পানি সচিব মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এর মধ্য দিয়ে রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে