ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিটার্নিং কর্মকর্তাদের পাশে সবসময় থাকবে ইসি: সিইসি

২০২৫ ডিসেম্বর ২৩ ১৩:১৭:৩২
রিটার্নিং কর্মকর্তাদের পাশে সবসময় থাকবে ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আপনাদের দায়িত্ব পূর্ণ দায়িত্বের সঙ্গে পালন করতে হবে, নির্বাচন কমিশন সবসময় আপনাদের পাশে থাকবে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, আমাদের ওপরে আইনের শাসন প্রদর্শনের দায়িত্ব এসেছে। সামষ্টিকভাবে যে দোষারোপ করা হচ্ছে, যে আমরা নির্বাচন পরিচালনায় ব্যর্থ, তা দূর করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম।

তিনি রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমাদের দায়িত্ব একদিকে শাসনতান্ত্রিক, অন্যদিকে সাংবিধানিক। দেশের এই ক্রান্তিকালীন সময়ে আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব। এই দেশ আমাদের সকলের, তাই এটিকে সঠিক অবস্থায় রাখা আমাদের দায়িত্ব।

সিইসি আরও উল্লেখ করেন, আপনাদের কার্যদক্ষতা আমার দায়িত্ব পালনে অঙ্গীকার। যদি আপনারা দায়িত্বশীল না হন, তাহলে সিস্টেমে দুর্বলতা দেখা দেবে। আমাকে সন্তুষ্ট করার দরকার নেই; আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করতে হবে। আমরা একসঙ্গে এই গুরু দায়িত্ব প্রতিপালন করব এবং কোনো বিচ্যুতি ঘটবে না।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে