ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরে কঠোর নিরাপত্তা, ২৪ ঘণ্টার জন্য বিশেষ নির্দেশনা জারি

২০২৫ ডিসেম্বর ২৩ ১৩:০৫:৫৩
বিমানবন্দরে কঠোর নিরাপত্তা, ২৪ ঘণ্টার জন্য বিশেষ নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। বিমানযাত্রীরা ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর ২৪ ঘণ্টার জন্য প্রবেশ করতে পারবেন না।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালেই বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিমানবন্দর জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ব্যতীত কোনো সহযাত্রী বা ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ। এই পদক্ষেপ নেয়ার কারণ হলো যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখা।

নিরাপত্তা ও অপারেশনাল নিয়ম মেনে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানবন্দর ও আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে। প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রতিকূল পরিস্থিতি এড়ানো যায়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে