ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা

২০২৫ ডিসেম্বর ২১ ১৯:২৮:১৯
পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার পরীক্ষাগুলো সম্ভবত আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। রুটিনসহ সকল বিষয় এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতেই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকে, কিন্তু নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তাই এই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

এর আগে নানা কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নজিরও রয়েছে। ২০২০ সাল পর্যন্ত পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের কারণে পরীক্ষা শুরু হয় ১৪ নভেম্বর।

পরবর্তীতে ২০২৩ সালে পরীক্ষা শুরু হয় এপ্রিলের ৩০ তারিখে। ২০২২ সালের পরীক্ষা শুরু হয়েছিল ১৫ সেপ্টেম্বর। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, ফলে পরীক্ষা স্বাভাবিক সময়ে ফিরে আসে। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে এবার পরীক্ষা আগের বছরের তুলনায় অন্তত দুই-তিন মাস পিছিয়ে যাবে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “চলতি বা আগামি সপ্তাহে বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। সম্ভবত এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু হতে পারে।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে