ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভর্তি পরীক্ষায় কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিচ্ছে ঢাবি

২০২৫ ডিসেম্বর ২১ ১৭:৩৭:১৩
ভর্তি পরীক্ষায় কেন্দ্র পরিবর্তনের সুযোগ দিচ্ছে ঢাবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। একইসাথে যারা কেন্দ্র পরিবর্তন করতে চান তারা কেন্দ্র পরিবর্তন করতে পারবেন।

রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার বাইরের যে সব পরীক্ষার্থীর ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে এবং তাদের কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা আজ ২১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করতে হবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন করার সময় অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন এবং হাদি ও ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, গতকাল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে