ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনের দিনে বিক্রেতা সংকটে চার শেয়ার

২০২৫ ডিসেম্বর ২১ ১৭:১০:৩৭
পতনের দিনে বিক্রেতা সংকটে চার শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সূচকের পতনের মধ্য দিয়ে আজ (২১ ডিসেম্বর’২৫) শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৬ পয়েন্টে। আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১৬১টির শেয়ার দর বেড়েছে। এমন পরিস্থিতিতে বিক্রেতা সংকটের কারণে চারটি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত (হল্টেড) হয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে পড়া প্রতিষ্ঠানগুলো হলো—রহিম টেক্সটাইল মিলস, ঝিলবাংলা সুগার মিলস, আরএসআরএম স্টিল এবং নূরানী ডাইং।

হল্টেড কোম্পানিগুলোর মধ্যে এদিন সর্বোচ্চ দর বৃদ্ধি পায় রহিম টেক্সটাইল মিলসের। ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২১২ টাকা ৩০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ১৯৩ টাকা থেকে ২১২ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পায় ঝিলবাংলা সুগার মিলসের শেয়ারে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৯০ পয়সায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ১৩০ টাকা ৮০ পয়সা থেকে ১৫৫ টাকা ৯০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর এদিন ৫০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকায়। শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকার মধ্যে উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৩৩ হাজার টাকার।

এদিকে নূরানী ডাইংয়ের শেয়ার দর আজ ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। দিনের লেনদেনে শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকার।

মুসআব

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে