ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য হালনাগাদে ইস্টার্ন লুবের জরুরি নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ২১ ১৭:০৫:৫৬
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য হালনাগাদে ইস্টার্ন লুবের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি তাদের ২০২৪-২৫ অর্থ বছরের ঘোষিত চূড়ান্ত ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য হালনাগাদ করেছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, চূড়ান্ত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামীকাল ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখটি রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, আগামীকাল ব্যবসায়িক লেনদেন শেষে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে বা যাদের নাম সিডিএস রেকর্ডে থাকবে, তারাই কেবল এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ এবং ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) অনুরোধ করা হয়েছে যে, তারা যেন তাদের মার্জিন লোন গ্রাহকদের একটি বিস্তারিত তালিকা প্রদান করেন। এই তালিকায় শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্ট-ভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, গ্রস ডিভিডেন্ড প্রাপ্যতার পরিমাণ, প্রযোজ্য ট্যাক্স হার এবং নেট ডিভিডেন্ড প্রাপ্যতার পরিমাণ ও যোগাযোগকারীর তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে।

এই প্রয়োজনীয় তথ্যগুলো আগামী ৮ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে বা তার আগে কোম্পানির কাছে জমা দিতে হবে। তথ্যের হার্ড কপি কোম্পানির চট্টগ্রাম অফিস (ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, স্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম) ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি সফট কপি এক্সেল ফরম্যাটে কোম্পানির ইমেইল আইডিতে ([email protected]) প্রেরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করলে বিনিয়োগকারীদের বিশেষ করে মার্জিন লোন গ্রাহকদের ডিভিডেন্ড বিতরণ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে