ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচকের সামান্য পতনেও ইতিবাচক বার্তা, শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর আভাস

২০২৫ ডিসেম্বর ২১ ১৫:০২:০৭
সূচকের সামান্য পতনেও ইতিবাচক বার্তা, শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর আভাস

নিজস্ব প্রতিবেদক: সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে আজ (২১ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরুতে লেনদেন ছিল ইতিবাচক প্রবণতায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকে কিছুটা অস্থির ওঠানামা লক্ষ্য করা যায়। দুপুর ২টা ১৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে উঠে গেলেও পরবর্তী সময়ে তা নিম্নমুখী হয়। দিনশেষে সূচক প্রায় ৪ পয়েন্ট কমে বন্ধ হয়।

যদিও দিন শেষে সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে, তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিকে বিনিয়োগকারীরা আগামী দিনের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

বাজার সংশ্লিষ্টরা জানান, এনসিপির তরুণ নেতা শরীফ উসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেশে ফেরাকে ঘিরেও বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব কারণে অনেক বিনিয়োগকারী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে লেনদেনে সতর্ক অবস্থান নিয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারের সামগ্রিক গতিতে। তবে এর মধ্যেও সামনে বাজার ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৬.৪৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৯.০৯ পয়েন্টে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ৮৫৩.৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির শেয়ার দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ২৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল প্রায় ৩০৩ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৯ কোটি ৯৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৫১ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৯৪টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬১.১৪ পয়েন্টে। আগের কার্যদিবসে এ সূচক কমেছিল ৭৫.৬২ পয়েন্ট।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে