ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আগুনে পুড়লেন কনটেন্ট ক্রিয়েটর, যা জানালেন চিকিৎসকরা

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:৩৩:০২
আগুনে পুড়লেন কনটেন্ট ক্রিয়েটর, যা জানালেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০) ভিডিও তৈরি করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চার ওপর ট্রাইপড ও মাচা তৈরি করে ‘আগুন পোহাতে পোহাতে গোসল’ করার একটি ভিডিও ধারণ করছিলেন আল-আমিন।ভিডিওর অংশ হিসেবে তিনি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন ধরান। কিন্তু পেট্রোলের পরিমাণ বেশি হওয়ায় আগুন মুহূর্তেই বড় শিখায় রূপ নেয় এবং তার শরীরে লেগে যায়।

বারডেম হাসপাতালের চিকিৎসকদের মতে—আল-আমিনের শরীরের ২৮-৩০ শতাংশ দগ্ধ হয়েছে।প্রথম দিকে তার অবস্থা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখন তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং আশঙ্কামুক্ত।সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে এবং তিনি এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আগুনের তীব্রতা বেশি থাকায় শরীর ব্যাপকভাবে পুড়েছে। তবে এখন তিনি স্টেবল। যতদিন প্রয়োজন হাসপাতালে রাখতে হবে।”

আল-আমিনের সহকর্মী আজাদ হোসেন জনি জানান,“আল-আমিন এখন কিছুটা ভালো এবং সাড়া দিচ্ছেন। বারডেমের চিকিৎসা ও আন্তরিকতায় পরিবার খুব আশ্বস্ত।”

সামাজিকমাধ্যমে রসাত্মক ও ব্যতিক্রমধর্মী কনটেন্ট তৈরির মাধ্যমে আল-আমিন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।শীতের শুরুতেই আগুনভিত্তিক এক নতুন ভিডিও বানাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে