ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সর্বশেষ যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:১৩:০৮
এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য যাত্রা একদিন পিছিয়েছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,“কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।”

এর ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রার প্রক্রিয়া এক দিন পিছিয়ে গেল। ফখরুল আরও জানান,“ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে ফ্লাই করবেন।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে উড়াল দিতে পারেন। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীও ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিয়েছে যে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন,“খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল।” কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বে পুরো সময়সূচিই পরিবর্তিত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে