ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাধারণ বিমায় বাতিলের পথে ব্যক্তি এজেন্ট লাইসেন্স

২০২৫ ডিসেম্বর ০১ ২১:৫৪:৩৬
সাধারণ বিমায় বাতিলের পথে ব্যক্তি এজেন্ট লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ বিমা খাতে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সব নন-লাইফ কোম্পানিকে তাদের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবগুলো পাওয়ার পর ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (০১ ডিসেম্বর) আইডিআরএ জারি করা এক নির্দেশনায় কমিশন শূন্য করার প্রক্রিয়া ও করণীয় সম্পর্কে জানানো হয়। নির্দেশনাটিতে স্বাক্ষর করেন সংস্থার উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর কোন নন-লাইফ কোম্পানি কমিশন প্রদানে নিষেধাজ্ঞা অমান্য করছে কিনা তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া লোকবল সংকটের কারণে এই পর্যবেক্ষণ কার্যক্রমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আইডিআরএ-কে সহযোগিতা করবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। এজন্য বিআইএ-কে পৃথক একটি ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যারা প্রয়োজনে কর্তৃপক্ষকে লঙ্ঘনের তথ্য জানাবে। এরপর আইডিআরএ বিষয়টি যাচাই করে বিমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে গত ২৫ নভেম্বর আইডিআরএ, বিআইএ ও সাধারণ বিমা কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতিতে এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন নির্দেশনা কার্যকর করতে সব সাধারণ বিমা কোম্পানিকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে