ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:২৩:৫৩
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার কোনো বাধা দেবে না এবং প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতাই করবে—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে আইনগত কোনো প্রতিবন্ধকতা আছে বলে তাঁর জানা নেই। তাছাড়া প্রয়োজনে নিরাপত্তা–সংক্রান্ত যে কোনো সহায়তাও সরকার দিতে প্রস্তুত।

তারেক রহমানের দেশে না আসা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তোলার বিষয়ে তিনি বলেন, এসব মন্তব্য তাঁকে অরুচিকর মনে হয়। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সম্পর্ক মা–ছেলের, তাই এখানে কার ব্যক্তিগত সিদ্ধান্ত বা পারিবারিক চিন্তা–ভাবনা কী—তা নিয়ে জনসমক্ষে মন্তব্য করা শোভন নয়। তিনি মনে করেন, কারো ব্যক্তিগত সিদ্ধান্তকে ‘জাজ’ করা বা কটাক্ষ করা দায়িত্বশীল আচরণ নয়।

আইন উপদেষ্টা আরও বলেন, কোন সময় দেশে ফেরা উপযুক্ত হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানের নিজেরই আছে। তিনি বিশ্বাস করেন, তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চলমান আলোচনার মধ্যেই তারেক রহমানের ভোটার না হওয়া এবং ভবিষ্যতে কীভাবে ভোটার ও প্রার্থী হওয়া সম্ভব—এসব প্রশ্নও সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদন ও কমিশনের সিদ্ধান্ত সাপেক্ষে তিনি ভবিষ্যতে ভোটার হতে পারবেন।

সর্বোপরি, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে। তবে সরকারিভাবে জানানো হলো—আইনগত বাধা থাকলে সহায়তা করা হবে এবং নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে