ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এশিয়ার ৪ দেশে থামছে না মৃত্যুর মিছিল

২০২৫ ডিসেম্বর ০১ ১৬:৫৩:৩৬
এশিয়ার ৪ দেশে থামছে না মৃত্যুর মিছিল

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার চারটি দেশ—ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া—টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের দুর্যোগে এসব দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, আর হাজারো মানুষ সহায়তার জন্য অপেক্ষা করছে। যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়, যেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, সরকারের সবচেয়ে জরুরি কাজ হলো দ্রুততম সময়ে প্রয়োজনীয় ত্রাণ–সহায়তা পৌঁছে দেওয়া। বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে হেলিকপ্টার ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ ব্যবহার করে ত্রাণ পৌঁছানো হচ্ছে।

অন্যদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশটি আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে। সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ত্রাণ মিশনে জরুরি অবতরণের সময় এক পাইলটের মৃত্যুর ঘটনাও নিশ্চিত করেছে বিমানবাহিনী। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও গত কয়েকদিনের ভারী বর্ষণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬–তে দাঁড়িয়েছে। ত্রাণ সহায়তায় অবহেলার অভিযোগে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মালয়েশিয়ার পারলিস প্রদেশে টানা বর্ষণের কারণে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক এলাকা এখনো পানির নিচে ডুবে আছে এবং ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেমন, তেমনি এশিয়াতেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহভাবে বাড়ছে। উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করতে পারে, ফলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। একই কারণে এশিয়ার দেশগুলোকে দিনে দিনে আরও বেশি তীব্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। চার দেশে নিহতের মোট সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতিকে এ অঞ্চলের সাম্প্রতিককালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে