ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পরিবার সঞ্চয়পত্র: মুনাফা, যোগ্যতা, কর—যা যা জানা জরুরি

২০২৫ ডিসেম্বর ০১ ১৫:৩২:০৩
পরিবার সঞ্চয়পত্র: মুনাফা, যোগ্যতা, কর—যা যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ ও লাভজনক বিনিয়োগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেশে সঞ্চয়পত্র সবসময়ই জনপ্রিয়। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র বিশেষভাবে চাহিদাসম্পন্ন, কারণ এতে মুনাফার হার তুলনামূলক বেশি, ঝুঁকি কম এবং প্রতি মাসে আয়ের সুযোগ রয়েছে। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায়, যা বর্তমানে সরকারের চালু সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হার।

কোথায় পাওয়া যায় পরিবার সঞ্চয়পত্র?

পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন দেশের যেকোনো—

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে

বাংলাদেশ ব্যাংকের সব শাখায়

ডাকঘরে

অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকে

একই জায়গায় সঞ্চয়পত্র মেয়াদ শেষে নগদায়নও করা যায়।

কাদের জন্য পরিবার সঞ্চয়পত্র?

এই সঞ্চয়পত্র সবাই কিনতে পারে না। তিন শ্রেণির নাগরিক এতে বিনিয়োগের সুযোগ পান—

১৮ বছরের বেশি বয়সী বাংলাদেশি নারী

যে কোনো শারীরিক প্রতিবন্ধী (নারী ও পুরুষ)

৬৫ বছর বা তার বেশি বয়সী নারী ও পুরুষ

এটি শুধু একক নামে ইস্যু করা হয়। যৌথ নামে কেনা যায় না।

কত টাকা বিনিয়োগ করা যায়?

পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়।

তবে তিন ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে (পাঁচ বছর মেয়াদি, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক ও পরিবার সঞ্চয়পত্র)—

একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা

যৌথ নামে সর্বোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে।

পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায়—১০,০০০ / ২০,০০০ / ৫০,০০০ / ১ লাখ / ২ লাখ / ৫ লাখ / ১০ লাখ টাকার মুল্যে।

১) প্রথম ধাপ: মোট বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হলে

বছর মুনাফা

১ম বছর ৯.৮১%

২য় বছর ১০.২৯%

৩য় বছর ১০.৮০%

৪র্থ বছর ১১.৩৫%

৫ম বছর ১১.৯৩%

২) দ্বিতীয় ধাপ: বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে

বছর মুনাফা

১ম বছর ৯.৭২%

২য় বছর ১০.১৯%

৩য় বছর ১০.৭০%

৪র্থ বছর ১১.২৩%

৫ম বছর ১১.৮০%

উৎসে কর (TDS)

মোট বিনিয়োগ ৫ লাখ টাকার মধ্যে → মুনাফার ওপর ৫% কর

মোট বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি → মুনাফার ওপর ১০% কর

অতিরিক্ত সুবিধা

প্রতি মাসে মুনাফা তোলার সুযোগ

যেকোনো সময় নমিনি যোগ, পরিবর্তন বা বাতিল করা যায়

বিনিয়োগকারী মারা গেলে নমিনি চাইলে সঙ্গে সঙ্গে টাকা উত্তোলন করতে পারেন

অথবা চাইলে মেয়াদ শেষে জমাকৃত মূলধনসহ মুনাফা গ্রহণ করতে পারেন

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে