ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

কয়েক কোটি টাকা নিয়ে উধাও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা

২০২৫ নভেম্বর ২৭ ১৮:২৬:১৮
কয়েক কোটি টাকা নিয়ে উধাও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে সাউথইস্ট ব্যাংকের আটিবাজার শাখা থেকে কয়েক কোটি টাকা আত্মস্যাতের অভিযোগে শাখারই কর্মকর্তা সাইফুল ইসলাম উধাও হয়েছেন। আকস্মিক এই ঘটনা জানাজানি হতেই ব্যাংকের গ্রাহকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে একাধিক গ্রাহকের মোবাইলে টাকা উত্তোলনের এসএমএস আসতে শুরু করলে সন্দেহ দেখা দেয়। পরে গ্রাহকরা ব্যাংক শাখায় গিয়ে জানতে পারেন—অনেক হিসাব থেকে টাকা অননুমোদিতভাবে তুলে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রাহক নজরুল ইসলাম জানান,“আমার হিসাব থেকে ৭ লাখ ৭৩ হাজার টাকা উধাও হয়েছে। উত্তোলনের এসএমএস দেখে ব্যাংকে আসতেই বুঝলাম আরও অনেকের একই অবস্থা।”

আরেক গ্রাহক আখি আক্তার বলেন,“আমার টাকায় হাত পড়েনি, কিন্তু যেভাবে অন্যদের টাকা উধাও হচ্ছে—আমরাও ভীষণ দুশ্চিন্তায় আছি। যে কোনো সময় আমাদের টাকাও গায়েব হয়ে যেতে পারে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছে।

শাখার কর্মকর্তা এজাজ হোসেন বলেন—“অডিট টিম তথ্য–উপাত্ত সংগ্রহ করছে। ক্ষতির সঠিক পরিমাণ যাচাই চলছে।”

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন—“এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর ব্যাংক শাখার সামনে ভিড় বাড়তেই থাকে। গ্রাহকরা নিজেদের টাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে