ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে লাভেলোর এমডির বক্তব্য

২০২৫ নভেম্বর ২৬ ২২:১৩:৪৯
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে লাভেলোর এমডির বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: The Business Standard পত্রিকায় অনলাইন পোর্টালে ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে স্ত্রী-সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশ ত্যাগে নিষেধাঞ্জা” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি’র বক্তব্য জানতে চাওয়া হলে কোম্পানীর এমডি মোঃএকরামুল হক জানান, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি ব্যবসার প্রয়োজনে সীমান্ত ব্যাংক পিএলসি থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশেষভাবে ২০২৩ সালের পর থেকে দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় চরম মন্দাসত্তে্কও তার কোম্পানী সীমান্ত ব্যাংকে নিয়মিতভাবে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখে। পরবর্তীতে জুলাই’২৪ গণ অভ্যুত্থানের অব্যবহিত পরে অন্য সকলের ন্যায় তাওফিকাফু ডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর ব্যবসায় প্রতিকূল পরিস্থিতির কারণে নিয়মিত ঋণ পরিশোধ ব্যহত হয় এবং এরফলশ্রæতিতে এপ্রিল, ২০২৫-এ সীমান্ত ব্যাংক কোম্পানীর ঋণ হিসাব ক্লাসিফাই করে। তবে মহামান্য হাইকোর্টের আদেশে সকল ঋণ হিসাব অদ্যাবধি নিয়মিত রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ০৭ নং বিআরপিডি সার্কুলারের আলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গাইডলাইন অনুসারে সকল ঋণ হিসাব রিসিডিউল করার লক্ষ্যে সীমান্ত ব্যাংকে ৩ শতাংশ ডাইন পেমেন্টের টাকা প্রদান করা হয়েছে। কিন্ত ব্যাংক অদ্যাবধি ঋণ হিসাবরিসিডিউল না করার জন্য তোওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেছে, যা বিচারাধীনআছে এবংমহামান্য হাইকোর্ট কর্তৃক সীমান্ত ব্যাংক পিএলসি-এর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওপর বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে, যাএখনও অপেক্ষমান।

সীমান্ত ব্যাংক কর্তৃক লোন রিসিডিউল আপডেট করা হলে উক্ত অভিযোগ দ্রুততম সময়ে সমাধান হবে বলে কোম্পানি আশা করছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে