ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

আবারও দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

২০২৫ নভেম্বর ২৩ ১০:৪৫:২১
আবারও দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

নিজস্ব প্রতিবেদক : আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি স্থগিতাদেশপ্রাপ্ত ১০ নেতার অব্যাহতি পুনর্বহাল করেছে। শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১১ আগস্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছিল। আজ তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) পদে বহাল থাকবেন।

এ ছাড়া সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ এপ্রিল স্থগিত করা হয়েছিল—

বরিশাল উত্তর জেলার হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু

সহসভাপতি নুর হোসেন সুজন

সদস্য ইমরান খন্দকার

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু

মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি

বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

বরিশাল মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের সবার স্থগিতাদেশ আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আরও কয়েকজন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে বিএনপি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে